News71.com
 International
 13 Dec 25, 11:54 AM
 39           
 0
 13 Dec 25, 11:54 AM

জাপানে মেগা ভূমিকম্পের সতর্কতা জারি॥  

জাপানে মেগা ভূমিকম্পের সতর্কতা জারি॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভূমিকম্পপ্রবণ জাপানে মেগা ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি কয়েক দফায় শক্তিশালী ভূমিকম্পে দেশটির উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। এর ফলে উপকূলীয় শহরগুলোতে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও ভূমিকম্প বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশজুড়ে আগাম নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।

গত সোমবার উত্তর জাপানের উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর পর দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে জাপানে ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। ওই সতর্কতার চার দিনের মাথায় আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর-পূর্ব জাপান।প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত সক্রিয় ভূমিকম্প বলয়ের ওপর অবস্থিত জাপান। এ কারণে দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। যদিও জাপানে ভূমিকম্প একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা, তবে সাম্প্রতিক ধারাবাহিক শক্তিশালী কম্পনের পর সরকার বিশেষভাবে সতর্ক অবস্থান নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন