
আন্তর্জাতিক ডেস্কঃ ভূমিকম্পপ্রবণ জাপানে মেগা ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি কয়েক দফায় শক্তিশালী ভূমিকম্পে দেশটির উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। এর ফলে উপকূলীয় শহরগুলোতে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও ভূমিকম্প বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশজুড়ে আগাম নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।
গত সোমবার উত্তর জাপানের উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর পর দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে জাপানে ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। ওই সতর্কতার চার দিনের মাথায় আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর-পূর্ব জাপান।প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত সক্রিয় ভূমিকম্প বলয়ের ওপর অবস্থিত জাপান। এ কারণে দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। যদিও জাপানে ভূমিকম্প একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা, তবে সাম্প্রতিক ধারাবাহিক শক্তিশালী কম্পনের পর সরকার বিশেষভাবে সতর্ক অবস্থান নিয়েছে।