আন্তর্জাতিক ডেস্কঃ আজ মঙ্গলবার (২৪ মে) আফগানিস্তানে সড়কের পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। দেশটির দামান ও শাহ ওয়ালিকত জেলার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। সড়কের পাশে পুঁতে রাখা মাইনে যাত্রীবাহী একটি গাড়ির চাকা আঘাত হানলে বিধ্বস্ত হয় গাড়িটি।আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।