News71.com
 International
 24 May 16, 05:54 PM
 606           
 0
 24 May 16, 05:54 PM

কথোপকথনের অডিও টেপ ফাঁস, মন্ত্রিত্ব হারালেন পরিকল্পনা মন্ত্রী জুকা।।

কথোপকথনের অডিও টেপ ফাঁস, মন্ত্রিত্ব হারালেন পরিকল্পনা মন্ত্রী জুকা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে সবচেয়ে বড় রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের দুর্নীতি নিয়ে চলা তদন্ত বন্ধের নির্দেশ দিয়ে মন্ত্রিত্ব হারালেন সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রী রোমেরো জুকা। এ সংক্রান্ত একটি অডিও টেপ ফাঁস হওয়ার পর তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানা যায়।


রোমেরো জুকা দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিশেল তেমেরের ঘনিষ্ঠ বলে পরিচিত। উক্ত ঘটনার পর একটি বড় ধাক্কা খান তেমের। দুর্নীতির ঘটনা তদন্ত সংক্রান্ত রোমেরো জুকার কথোপকথন দেশটির পত্রিকা ফলহা ডি সাও পাওলো পত্রিকা প্রকাশ করে। এতে তাকে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের দুর্নীতি তদন্ত না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিতে শোনা যায়।

উল্লেখ্য, তেল কোম্পানি পেট্রোবাসের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতেই ব্রাজিলের বিচারাধীন প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র করেছিলেন জুকা।

এদিকে অডিও টেপের কণ্ঠটি নিজের স্বীকার করলেও রোমেরো জুকা কোনো ধরনের ষড়যন্ত্রের খবর নাকচ করে দেন। তিনি বলেন, পত্রিকা তার কথার ভুল ব্যাখ্যা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন