News71.com
 International
 25 May 16, 11:53 AM
 606           
 0
 25 May 16, 11:53 AM

পৃথিবীর উচ্চতম রেলপথ তিব্বতের কিংগহাই ....

পৃথিবীর উচ্চতম রেলপথ তিব্বতের কিংগহাই ....

আন্তর্জাতিক ডেস্কঃ যদি ট্রেনে চড়ে পৌঁছে যাওয়া যায় মেঘের কাছাকাছি! কিংবা ট্রেনে চড়ে যেতে যেতে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে পাওয়া যায় গ্লেসিয়ার ঢাকা ব্রহ্মপুত্র নদ! কিংবা ধরুন, শেষ স্টেশনে ট্রেন থেকে নেমে কিছুটা এগিয়ে পৌঁছে যাওয়া যায় মাউন্ট এভারেস্টের দ্বারপ্রান্তে! কিংগহাই-টিবেট রেলপথে ধাবমান ট্রেনগুলির একটাতে একবার চড়ে বসলেই আপনি বুঝতে পারবেন পুরাটাই বাস্তব।

আসলে কিংগহাই-তিব্বত রেলপথ হল পৃথিবীর উচ্চতম রেলপথ। চীনের অন্তর্গত তিব্বত প্রদেশের মধ্যে দিয়ে গিয়েছে এই রেলপথ। ৫ হাজার মিটার বা ১৬ হাজার ৪০৪ ফুট ওপর দিয়ে এই পথে ট্রেন চলাচল করে। এই রেলপথ বেইজিং-এর সঙ্গে শিগাৎশেকে সংযুক্ত করেছে।

এই শিগাৎশেকেই বলা হয় ‘গেটওয়ে টু এভারেস্ট’, কারণ এখান থেকেই শুরু হয় মাউন্ট এভারেস্ট অভিযাত্রা। ২০০৬ সালে এই পথে রেল চলাচল প্রথম চালু হওয়ার পর থেকেই প্রতি বছর সারাবিশ্ব থেকে বহু পর্যটককে আকর্ষণ করে আসছে এই রেলযাত্রা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন