News71.com
 International
 25 May 16, 12:02 PM
 592           
 0
 25 May 16, 12:02 PM

জঙ্গীগোষ্ঠী আইএসের সদরদপ্তর রাকার দখল নিতে তীব্র আক্রমণ ইরাক ও সিরিয়ার কুর্দি যোদ্ধাদের

জঙ্গীগোষ্ঠী আইএসের সদরদপ্তর রাকার দখল নিতে তীব্র আক্রমণ ইরাক ও সিরিয়ার কুর্দি যোদ্ধাদের

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাক ও সিরিয়াতে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী তার ঘাটিগুলোতে কুর্দি নেতৃত্বাধীন জোটের বেশ শক্ত হামলার সম্মুখীন হতে যাচ্ছে। ইতিমধ্যে কুর্দি যোদ্ধারা সিরিয়ার রাকার উত্তরে আইএসের ওপর হামলা চালাচ্ছে। এই রাকায় কার্যত রাজধানী স্থাপন করেছে আইএস। কুর্দি যোদ্ধারা প্রায় ৩০ হাজার যোদ্ধা নিয়ে এ অভিযানে নেমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়া দু'পক্ষই এই জোটকে সহায়তার আশ্বাস দিয়েছে।

কুর্দি নেতৃত্বাধীন জোট সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের কমান্ডার বলেছেন, আগে কুর্দি জনগোষ্ঠীকে রক্ষা করতে হবে। আর এতে সফল হলেই তারা আইএসের কব্জা থেকে সিরিয়াকে স্বাধীন করেই ছাড়বেন। এদিকে, ইরাকি সরকারের অনুগত বাহিনীগুলো ফালুজায় ইসলামিক স্টেটের অবস্থানের উপর দ্বিতীয় দিনের মতো হামলা অব্যাহত রেখেছে। সেখানে র‍্যাপিড রেসপন্স ডিভিশনের কমান্ডার থামের মোহাম্মদ ইসমাইল বলছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে। তার বাহিনীর দায়িত্ব হচ্ছে দক্ষিণাংশ মুক্ত করা। কোন ধরনের প্রতিরোধ বা হতাহতের ঘটনা ছাড়াই সহজে তারা এগুচ্ছেন বলেও দাবি করছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন