News71.com
 International
 25 May 16, 12:04 PM
 566           
 0
 25 May 16, 12:04 PM

ইংল্যান্ডে খ্রীষ্টানদের ছাড়িয়ে নাস্তিকরাই এখন সংখ্যাগুরু...

ইংল্যান্ডে খ্রীষ্টানদের ছাড়িয়ে নাস্তিকরাই এখন সংখ্যাগুরু...

আন্তর্জাতিক ডেস্কঃ ইংল্যান্ড এবং ওয়েলসে নাস্তিকরাই এখন সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘুতে পরিণত হয়েছে খ্রীষ্টানরা। সর্বশেষ জরিপের তথ্য বিশ্লেষণ করে একথা জানিয়েছেন গবেষকরা।

উল্লেখ্য, ২০১৪ সালের ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচুড’ জরিপের তথ্য অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে এখন নাস্তিক বা কোন ধর্মের অনুসারী নন এমন মানুষ ৪৮ দশমিক ৫ শতাংশ। এদিকে, ২০১১ সালের জরিপে এই সংখ্যা ছিল ২৫ শতাংশ। তখনো পর্যন্ত খ্রীষ্টানরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ। এর আগের এক জরিপে দেখা গিয়েছিল স্কটল্যান্ডেরও ৫২ শতাংশ মানুষ বলেছেন তারা মোটেই ধার্মিক নন। একমাত্র উত্তর আয়ারল্যান্ডেই এখনো পর্যন্ত ধর্মের প্রভাব দেখা যাচ্ছে।

সেন্ট মেরি’স ক্যাথলিক ইউনিভার্সিটির স্টিফেন বুলিভান্ট বলেন, ব্রিটেনে জনসংখ্যার অনুপাতে কোন ধর্মের অনুসারী নন, এমন মানুষের সংখ্যা স্পষ্টতই বাড়ছে। তিনি আরও বলেন, যারা জরিপে কোন ধর্মের অনুসারী নন বলে নিজেদের চিহ্নিত করছেন, তাদের অনেকেই কিন্ত ধর্মবিশ্বাসী হিসেবেই বেড়ে উঠেছেন। কেন তারা এখন ধর্ম পরিত্যাগ করেছেন সেটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাড়িয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন