News71.com
 International
 25 May 16, 12:06 PM
 564           
 0
 25 May 16, 12:06 PM

তুরস্কের সঙ্গে সম্পর্ক কোনদিকে মোড় নেয় তা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।।

তুরস্কের সঙ্গে সম্পর্ক কোনদিকে মোড় নেয় তা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।।

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর বাংলাদেশ-তুরস্কের সম্পর্কে টানাপড়েন শুরু হয়।ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওযটুককে আঙ্কারায় ডেকে পাঠিয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোগানের নির্দেশে তাকে ডেকে নেওয়া হয়। এ ঘটনার পর থেকে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি সতর্ক নজর রাখছে বাংলাদেশ।

তুরস্কে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না। পরিবর্তে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন যাবেন বলে একটি সূত্রে জানা গেছে। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর থেকে যেসব দেশ এর বিরুদ্ধে অবস্থান নেয়, তুরস্ক তার অন্যতম। তার আগে তুরস্কের সাবেক প্রেসিডেন্ট আহমেদ গুল বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছিলেন জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে যেন ফাঁসিরদণ্ড দেওয়া না হয় তার অনুরোধ জানিয়ে।

তুরস্ক বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের মান নিয়ে প্রশ্ন তোলে। তবে বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে। মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভও হয়েছে। এক সমাবেশে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশ সরকারের পাশাপাশি ইউরোপের দেশগুলোরও কঠোর সমালোচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন