News71.com
 International
 25 May 16, 01:32 PM
 673           
 0
 25 May 16, 01:32 PM

নিজের স্ত্রীর জন্য পুরানো ব্যবহৃত গাড়ি কিনলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ।।

নিজের স্ত্রীর জন্য পুরানো ব্যবহৃত গাড়ি কিনলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার স্ত্রীর মাত্র দেড় হাজার পাউন্ড দিয়ে একটি ব্যবহৃত পুরোনা গাড়ি কিনেছেন। গত শুক্রবার অক্সফোর্ডশায়ারের যে বিক্রেতার কাছ থেকে তিনি গাড়িটি কিনতে গিয়েছিলেন, তার আগে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না প্রধানমন্ত্রী তার গাড়িটি কিনতে আসছেন ।

পুরোনো গাড়ির শোরুমের মালিক ইয়ান হ্যারিস জানান, প্রধানমন্ত্রীর সিকিউরিটি টিমের লোকজন যখন একটি ‘নিশান মাইক্রা’ গাড়ি কেনার বিষয়ে ফোনে যোগাযোগ করে তখন তিনি ভেবেছিলেন তাকে নিয়ে কেউ মজা করছেন। কিন্তু গত শুক্রবার সত্যি সত্যি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিজে এসে হাজির হন ইয়ান হ্যারিসের শোরুমে। ১ হাজার ৪৯৫ পাউন্ড দিয়ে কিনে নিয়ে যান নীল রঙের নিশান মাইক্রাটি। গাড়ির রঙ একেবারেই তার পছন্দমত বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী ক্যামেরন।

মিস্টার হ্যারিস জানান, প্রধানমন্ত্রী এসে নিজে গাড়িটি পরীক্ষা করে দেখেন। ব্রেক কষে তার সিকিউরিটি টিমকে পেছনে দাঁড়িয়ে দেখতে বলেন পেছনের ব্রেক লাইট জ্বলছে কিনা।পুরো ব্যাপারটা আমার কাছে অলীক বলেই মনে হচ্ছিল। কিন্তু আসলে আর দশজনের ক্ষেত্রে যা হয়, এক্ষেত্রেও তাই হয়েছে। তিনি তাঁর স্ত্রীর জন্য গাড়ি কিনতে এসেছেন, একটা স্বাভাবিক লেন-দেন যে রকম হয় সে রকম স্বাভাবিকভাবে কথাবার্তা বলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন