News71.com
 International
 25 May 16, 04:26 PM
 563           
 0
 25 May 16, 04:26 PM

মার্কিন বিমান হামলায় তালিবান নেতা মনসুরের মৃত্যুর পর সংগঠনের নতুন নেতা হলেন হৈবাতুল্লাহ

মার্কিন বিমান হামলায় তালিবান নেতা মনসুরের মৃত্যুর পর সংগঠনের নতুন নেতা হলেন হৈবাতুল্লাহ

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ড্রোন হানায় তাদের নেতা মোল্লা আখতার মনসুরের মৃত্যুর কথা স্বীকার করে নিল আফগানিস্তান তালিবান। এই জঙ্গি সংগঠন তাদের নতুন নেতা নিয়োগের কথাও ঘোষণা করেছে। সংবাদমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে তালিবান জানিয়েছে, মোল্লা হৈবাতুল্লাহ আখুন্ডজাদা তাদের নতুন নেতা নির্বাচিত হয়েছে। হৈবাতুল্লাহ নিহত মনসুরের দুই ডেপুটির একজন।

বিবৃতিতে বলা হয়েছে, তালিবান নেতাদের বৈঠকে হৈবাতুল্লাহকে নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। ওই বৈঠক পাকিস্তানে হয় বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার পাকিস্তানে মার্কিন ড্রোন হানায় গাড়িতে যাওয়ার সময় মৃত্যু হয় মনসুরের। এই প্রথম পাকিস্তানের অভ্যন্তরে কোনও তালিবান নেতা এভাবে এই প্রথম মারা গেল বলে মনে করা হচ্ছে। পাক কর্তৃপক্ষের মদতেই তালিবান নেতারা তাদের কার্যকলাপ চালায় বলে বিভিন্ন মহলের অভিযোগ। তালিবান ২০০১ থেকে কাবুল সরকারকে হঠিয়ে নিজেদের শাসন কায়েম করার চেষ্টা চালাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন