News71.com
 International
 27 May 16, 08:55 PM
 596           
 0
 27 May 16, 08:55 PM

ভারতের ত্রিপুরায় পানির দাবিতে গৃহিণীদের সড়ক অবরোধ....

ভারতের ত্রিপুরায় পানির দাবিতে গৃহিণীদের সড়ক অবরোধ....

 

নিউজ ডেস্কঃ খাবার জলের দাবিতে ত্রিপুরার সিপাহীজলা জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন দুই শতাধিক গৃহিণী। আজ এ কর্মসূচি পালন করেন তারা। তাদের অভিযোগ, সিপাহীজলা জেলায় সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রায় তিন মাস ধরে খাবার পানি পাচ্ছেন না।

অথচ প্রতিমাসে বিল দিতে হচ্ছে তাদের। বিয়ষটি সংশ্লিষ্টদের বারবার জানালেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় স্থানীয় গৃহিণীরা খালি কলস নিয়ে আগরতলা-সোনামুড়া সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের দুইপাশে গাড়ির দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোনামুড়া থানার পুলিশ। পুলিশ জানায়, অবরোধে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন