আন্তর্জাতিক ডেস্কঃ ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে ১৩৫ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালীয় নৌবাহিনী।
ইতালীয় নৌবাহিনী জানায়, শুক্রবার পাচারকারী দল লিবিয়া এবং ইতালি হয়ে ভূমধ্যসাগর দিয়ে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। ইতালি নৌবাহিনী প্রায় ১০০জন অভিবাসীকে উদ্ধার করে। অন্যদিকে একদিনে ইতালিয় কোস্ট গার্ডের সমন্বয়ে ২ হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়।
এ অভিযানে পণ্যবাহী জাহাজ, নৌকা ও পাশাপাশি স্বেচ্ছাসেবকরা সাহায্য করে। সমুদ্র শান্ত থাকায় এ সপ্তাহে পাচারকারীরা এক ডজন ইতালিয়ান নাগরিক পাঠিয়েছে। এর মধ্যে একটি নৌকা ডুবে ৫ জন নিহত হয়েছে বলে জানানো হয়।