News71.com
 International
 28 May 16, 01:10 PM
 634           
 0
 28 May 16, 01:10 PM

ইউরোপে আইএসের হামলার আশঙ্কা...

ইউরোপে আইএসের হামলার আশঙ্কা...

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মান গোয়েন্দারা সতর্ক করেছেন যে, এ বছরেই ইউরোপে বড় ধরনের হামলা পরিকল্পনা রয়েছে ইসলামিক স্টেটের (আইএস)। ফ্রান্সের গোয়েন্দা প্রধানও একই রকম সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, তার দেশে যেখানে মানুষের সমাগম বেশি হয় তেমন স্থানগুলোতে বোমা হামলার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আইসিস। তার এ সতর্কতার পরেই জার্মান থেকে ওই সতর্কতা দেওয়া হয়েছে। অনলাইন এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির সংবিধান প্রতিরক্ষা বিষয়ক ফেডারেল অফিসের প্রধান হ্যান্স-জর্জ মাসেন বলেছেন, আমরা জানতে পেরেছি আইসিসের টার্গেটে রয়েছে ইউরোপ।

উল্লেখ্য, এ বছর ইউরো ২০১৬ এর আয়োজক হলো ফ্রান্স। তা শুরু হচ্ছে ১০ই জুন। চলবে পুরো ফ্রান্সে এক মাস ধরে ১০টি স্টেডিয়ামে। এ দেশটির রাজধানী প্যারিসে গত বছর সন্ত্রাসীরা ক্যাপে, বার, একটি স্টেডিয়াম ও একটি মিউজিক হলে একসঙ্গে নৃশংস হামলা চালায়। তারপর থেকেই আইসিস বা আইএসের আতঙ্ক বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন