News71.com
 International
 28 May 16, 08:51 PM
 597           
 0
 28 May 16, 08:51 PM

মোদী সরকারের দু’বছর পূর্তির অনুষ্ঠানের মধ্যমণি সেই বিগ বি অমিতাভ বচ্চন।।

মোদী সরকারের দু’বছর পূর্তির অনুষ্ঠানের মধ্যমণি সেই বিগ বি অমিতাভ বচ্চন।।

আন্তর্জাতিক ডেস্কঃ দেখতে দেখতে দু’বছর পার করে ফেলল নরেন্দ্র মোদীর সরকার। এই দু’বছরে অনেকসমালোচনার ঝড় বয়ে গিয়েছে তাঁর সরকারের উপর দিয়ে। আপাতত সেই সমালোচনাকে দূরে সরিয়ে বর্ষপূর্তি পালনে মেতেছে বিজেপি। শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির ইন্ডিয়া গেটে মহাসমারোহের আয়োজন করা হয়েছে।

পাঁচ ঘণ্টার এই অনুষ্ঠানে আছেন বলিউড ও বাণিজ্য জগতের গণ্যমান্য ব্যক্তিত্বরা। আছেন অমিতাভ বচ্চনও। অনুষ্ঠানের মূল আকর্ষণ হল দু’টি মেগা শো। একটির নামে দেওয়া হয়েছে ‘একনয়ি শুভ’ অর্থাৎ এক নতুন সকাল। অন্যটির নাম দেওয়া হয়েছে ‘জরা মুসকুরা দো’ অর্থাত্, একটু হাসুন। এই অনুষ্ঠানের একটি অংশ রয়েছে কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প নিয়ে। যেটি সঞ্চলনা করবেন অমিতাভ বচ্চন।

অনুষ্ঠানের শুরুতেই ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের প্রচারে মঞ্চে আসেন অমিতাভ। মঞ্চে তখন কচিকাচাদের ভিড়। তারা এক এক করে প্রশ্ন ছুড়ে দিয়েছে, আর সহাস্যে উত্তর দিয়ে গিয়েছেন বিগ বি। পানামা পেপারে তাঁর নাম ফাঁস হয়ে যাওয়ার পরেও কেন মোদী সরকারের এই অনুষ্ঠানে তিনি সঞ্চালনা করতে যাচ্ছেন, এই নিয়ে দু’দিন আগেই অমিতাভের সমালোচনায় মুখর হয়েছিল কংগ্রেস। তবে বিগ বি-র স্পষ্ট জবাব ছিল, তিনি পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন না। শুধুমাত্র ‘সেভিং দ্য গার্ল চাইল্ড’ নামে অনুষ্ঠানটির সঞ্চলনা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন