News71.com
 International
 28 May 16, 09:23 PM
 566           
 0
 28 May 16, 09:23 PM

মাত্র ২০০ রুপি খরচে হাতের মুঠোয় পাবেন বিলাসবহুল গাড়ি মার্সিডিস....

মাত্র ২০০ রুপি খরচে হাতের মুঠোয় পাবেন বিলাসবহুল গাড়ি মার্সিডিস....

আন্তর্জাতিক ডেস্কঃ অডি, মার্সিডিস, বিএমডব্লিউ, জ্যাগুয়ার, ফরচুনার জাতীয় দামি গাড়ি তো আর সকলের ক্রয়ের সাধ্যের মধ্যে থাকে না। কিন্তু তাই বলে চড়তে সাধ হবে না, এমন তো নয়। ভারতে এবার সেই সুযোগ নিয়ে এল জনপ্রিয় অ্যাপ ওলা। এখন ন্যূনতম ২০০ রুপি খরচ করলেই চড়া যাবে এসব গাড়ি। এজন্য প্রতি কিলোমিটারের যাত্রীর খরচ হবে আরও ১৯ রুপি।

গতকাল মুম্বাইয়ে ওলা লঞ্চ করল তাদের নতুন সার্ভিস ওলা লাক্সারি। এই সার্ভিস বর্তমানে শুধু মুম্বাইতে চালু হয়েছে। তবে এই উদ্যোগ সফল হলে কয়েক মাসের মধ্যেই অন্য শহরেও চালু করা হবে বলে জানিয়েছে জনপ্রিয় অ্যাপ ওলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন