News71.com
 International
 28 May 16, 10:10 PM
 598           
 0
 28 May 16, 10:10 PM

নারীর ক্ষমতায়নে ‘বেটি বাঁচাও-বেটি পড়াও’ এর ভূমিকা বিশাল: অমিতাভ বচ্চন

নারীর ক্ষমতায়নে ‘বেটি বাঁচাও-বেটি পড়াও’ এর ভূমিকা বিশাল: অমিতাভ বচ্চন

আন্তর্জাতিক ডেস্ক: দেশের অর্ধেক জনসংখ্যাকে পিছনে ফেলে রেখে উন্নয়ন সম্ভব নয়। দেশের অগ্রগতিতে নারীদেরকেও সামিল করতে হবে। নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে ‘এক নয়ি সুভা’ নামে এক অনুষ্ঠানে অমিতাভ বচ্চন এ কথা বললেন। তিনি বলেন, ‘মহিলাদের উন্নতিতে কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর মত প্রকল্পের ভূমিকা অপরিসীম, এর সাহায্যেই নারী ক্ষমতায়ন সম্ভব’।

একটি সংস্কৃত শ্লোক আবৃত্তি করে অমিতাভ বচ্চন বলেন, ধর্মেও নারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেবী সরস্বতী জ্ঞানের প্রতীক, মা লক্ষ্মী সম্পদের। আবার মা কালী ও দেবী দুর্গা শক্তি ক্ষমতার প্রতীক। ধর্মীয় এই বিশ্বাস আজকের দিনে তখনই সম্ভব হবে, যখন পুরুষ ও নারী সংসারে সমান মূল্য পাবেন। মেয়েদের এমনভাবে বড় করা হবে, শিক্ষা দেওয়া হবে যাতে তারা জীবনে নিজেদের যোগ্যতম স্থানে পৌছতে পারে।

তিনি আরও বলেন, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানের আসল উদ্দেশ হল, যে, ছেলেমেয়ের মধ্যে কোনও তফাত করা উচিত নয়, দু’জনেই পরিবারের সম্পদ। সমান সুযোগ-সুবিধা পাওয়া উচিত ছেলে মেয়ে দুজনেরই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন