News71.com
 International
 28 May 16, 10:17 PM
 613           
 0
 28 May 16, 10:17 PM

মনগড়া যুক্তি দেখিয়ে পাকিস্তানে টিভি, রেডিওতে গর্ভনিরোধক বিজ্ঞাপন নিষিদ্ধ!..

মনগড়া যুক্তি দেখিয়ে পাকিস্তানে টিভি, রেডিওতে গর্ভনিরোধক বিজ্ঞাপন নিষিদ্ধ!..

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের টিভি, রেডিওতে গর্ভনিরোধকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা চালু হল। এ ধরনের বিজ্ঞাপন প্রচার করা যাবে না। গণমাধ্যমে গর্ভনিরোধকের ‘অবাঞ্ছিত’ বিজ্ঞাপন কৌতূহলী শিশুমনে ক্ষতিকর প্রভাব ফেলে বলে অভিযোগ রয়েছে। পরিবার পরিকল্পনার প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে নানা অপ্রত্যাশিত প্রশ্ন করে বসে তারা। পিতা-মাতারা এ ধরনের পণ্যের বিজ্ঞাপন দেখানোয় আপত্তি জানানোর পর গত সপ্তাহেই নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। তারা এক বিবৃতিতে বলেছে, ‘ শিশুদের চোখের সামনে এ ধরনের পণ্য-সামগ্রীর বিজ্ঞাপনের পরিণতি সম্পর্কে সাধারণ জনমানসে প্রবল উদ্বেগ রয়েছে। বাবা-মায়েরাই এ ধরনের বিজ্ঞাপন দেখানোয় আপত্তি তুলে তা নিষিদ্ধ করার দাবি করেছেন। নিষেধাজ্ঞার নির্দেশ লঙ্ঘন করলে মিডিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পেমরা।

গত বছর পেমরা একটি বিশেষ ব্র্যান্ডের কন্ডোমের বিজ্ঞাপনকে ‘অনৈতিক’, ধর্মীয় অনুশাসনের পরিপন্থী আখ্যা দিয়ে তা দেখানো নিষিদ্ধ করেছিল । বর্তমানে পাকিস্তানে জনসংখ্যা বছরে প্রায় ১.৮ শতাংশ হারে বাড়ছে। এই ধারা বহাল থাকলে ২০৩০ সাল নাগাদ জনসংখ্যা ২৪ কোটিতে পৌঁছবে। জনসংখ্যার লাগাম টেনে ধরতে পাক সরকার জন্ম নিয়ন্ত্রণে আগ্রহ বাড়াতে আগ্রহী। তা সত্ত্বেও গর্ভনিরোধকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করে রক্ষণশীল ধ্যানধারণা অগ্রাহ্য করার সাহস দেখাল না পেমরা, এমনটাই মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন