News71.com
 International
 28 May 16, 10:42 PM
 1550           
 0
 28 May 16, 10:42 PM

জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,'জাপান হচ্ছে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশগুলোর অন্যতম এবং বৃহততর উন্নয়ন অংশীদার । জাপানের সাথে আমাদের বিশেষ সম্পর্ক দিন দিন আরও জোরদার হবে ।' আজ শনিবার জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সারি ভবন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন । তিনি বলেন.' ১৯৭৩ সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সফরের মধ্য দিয়ে জাপানের সঙ্গে বন্ধুত্বের ভিত্তি রচিত হয়েছিল ।ঐতিহাসিক টোকিও নগরীর কেন্দ্রস্থলে আমাদের নিজস্ব একটি ঠিকানা পেয়ে আমরা নিঃসন্দেহে গর্বিত।'

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাপানের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন,' স্বাধীনতা লাভের পর জাপান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সবধরনের সহায়তা নিয়ে এগিয়ে এসেছিল । জাপান সরকার এবং জাপানের প্রতিটি লোক আমাদের জন্য তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল ।'

জাপানের রাজধানী টোকিওর কেন্দ্রস্থলে কিওইচো, ছিওদাকু এলাকায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের দূতাবাসের নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাপানে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা । জাপান-বাংলাদেশ পার্লামেন্টেরি ফ্রেন্ডশিপ লীগের মহাসচিব ইচিরো তাসুকাদা এমপি এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারাও অনুষ্ঠানে বক্তব্য দেন । এছাড়া অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন