News71.com
 International
 28 May 16, 10:45 PM
 650           
 0
 28 May 16, 10:45 PM

এক বজ্রপাতে একুশ গরুর মৃত্যু....

এক বজ্রপাতে একুশ গরুর মৃত্যু....

আন্তর্জাতিক ডেস্কঃ বজ্রপাতে মানুষসহ অন্যান্য প্রাণীর মৃত্যুর ঘটনা স্বাভাবিক। তবে এ স্বাভাবিক ব্যাপারটি অস্বাভাবিক হিসেবে আবির্ভূত হতে পারে কখনো কখনো। একই বজ্রপাতে এক বা একাধিক মানুষ বা প্রাণীর মৃত্যুর ঘটনাও স্বাভাবিক। তবে যদি একটি মাত্র বজ্রপাতে ২১ প্রাণীর প্রাণহানি হয় তখন নিশ্চয়ই তা অবিশ্বাস্য ও অস্বাভাবিক মনে হতে পারে। এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ডাকোটায়। সেখানে এক বজ্রপাতে ২১টি গরুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে ডাকোটার ম্যাক কুক কাউন্টিতে। গরুগুলোর মালিক জানায়, গরুগুলোর মৃত্যুতে তার প্রায় ৪৫ হাজার মার্কিন ডলার ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫ লাখ ৩২ হাজার টাকা। গত বৃহস্পতিবার যখন এ ঘটনাটি ঘটে তখন গরুগুলো একসঙ্গে খড় খাচ্ছিল।

এদিকে, এক বজ্রপাতে এত গরু মারা যাওয়ার ঘটনা অনলাইনে বেশ আলোড়ন তুলেছে। মৃত গরুগুলোর ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করা হয়েছে। এর মাধ্যমে বজ্রপাতের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় ।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে এর আগে একই বজ্রপাতে ৩৩টি গরুর প্রাণহানি হয়েছিল। এদিক দিয়ে ডাকোটার ঘটনা দ্বিতীয় বৃহত্তম মর্মান্তিক ঘটনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন