নিউজ ডেস্ক: কলকাতার রেড রোডে শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চ খুলতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু। যে মঞ্চে গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় বারের মত শপথ বাক্য পাঠ করেন মমতা মুখোপাধ্যায় । আজ সকালে সেখানে মঞ্চ খোলার কাজ করছিলেন বারুইপুরের বাসিন্দা গৌতম নস্কর । বাঁশ খুলতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি ।
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেয়ার পরও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয় । মন্ত্রী শোভন চট্টপাধ্যায় রাজ্য সরকারের তরফে মৃতের পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করেন ।