আন্তর্জাতিক ডেস্কঃ জাপানি নারীকে হত্যার দায়ে সাবেক এক নৌ সেনা সদস্যকে গ্রেফতারের পর জাপানের ওকিনাওয়া দ্বীপের মার্কিন সামরিক ঘাঁটিতে কারফিউ জারি করা হয়েছে। একইসঙ্গে মদ্যপানও নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বলছে, ওকিনাওয়ায় শোক চলাকালীন কোনো অনুষ্ঠান ও পার্টি উদযাপন করা যাবে না। আগামী ২৪ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
উল্লেখ্য, হত্যার অভিযোগে গত ১৯ মে কেনেথ সিনজাতো নামের একজনকে গ্রেফতার করা হলেও তার বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি। ওকিনাওয়ায় মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে স্থানীয়দের ক্ষোভ দীর্ঘদিনের। এ ঘটনা নিয়ে ওই দ্বীপে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে জাপানে জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে ওই নারীর মৃত্যুর বিষয়টি তুলে ধরেছেন।
জাপানের এই দ্বীপের মার্কিন ঘাঁটিতে ৩০ হাজার যুক্তরাষ্ট্রের সৈন্য রয়েছে। বার, ক্লাব ও ঘাঁটিতে সেনাদের মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ঘাঁটিতে অনুষ্ঠান ও কনসার্টও নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।