আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত সর্বমোট ৫ ঘণ্টা অফিস সময় ঘোষণা করা হয়েছে। আমিরাতের ফেডারেল অথরিটি ফরহিউম্যান রিসোর্সেস (এফএএইচআর) ২০১৬ এর ১৭ নম্বর সার্কুলারে এ ঘোষণা দেওয়া হয়। ২০১২ সালের ১৩ নম্বর মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এ সার্কুলার ইস্যু করা হয়।
অপরদিকে, প্রাইভেট ও বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানসমূহে প্রতি বছরের ন্যায় এবারও অফিস টাইম সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত ৬ ঘণ্টা থাকবে। অনেক প্রাইভেট বা বেসরকারি প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান বা কর্মচারীদের সুবিধামতো সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ৬ ঘণ্টা অফিস টাইম নির্ধারণ করে থাকেন। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ তাদের নিজস্ব সময়সূচি অনুসারে সর্বোচ্চ ৬ ঘণ্টা পর্যন্ত চলবে। উল্লেখ্য, আমিরাতের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে খোলা থাকলে জুলাই ও আগস্ট দুই মাস গরমের জন্য বন্ধ থাকে।