News71.com
 International
 29 May 16, 11:49 AM
 577           
 0
 29 May 16, 11:49 AM

লামায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল স্কুলছাত্রীর......

লামায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল স্কুলছাত্রীর......

নিউজ ডেস্কঃ বান্দরানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে মেহেরুন্নেছা (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে নিহত শিশুর মাও বোন। আজ ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি ধুইল্যা পাড়ায় এ ঘটনা ঘটেছে। মেহেরুন্নেছা ধুইল্যাপাড়ার বাসিন্দা মৃত ইলিয়াছ সওদাগরের মেয়ে ও সরই নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। আহতরা হলেন- স্কুলছাত্রীর মা আমেনা বেগম (৪৫) ও ছোট বোন তাসিয়া বেগম (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০-১১টি বন্যহাতির দল আজ ভোর ৪টার দিকে ধুইল্যাপাড়ার লোকালয়ে চলে আসে। পরে হাতিরপাল বিক্ষিপ্তভাবে ইলিয়াছ সওদাগরের বসতঘর ভাংচুর করে। এসময় ঘরে থাকা মা আমেনা বেগম ও ছোটবোন তাসিয়া বেগম পালিয়ে আত্মরক্ষা করতে পারলেও শিশু মেহেরুন্নেছাকে আছড়ে মেরে ফেলে বন্যহাতির দল। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, বর্তমানে হাতিরদলটি এলাকায় অবস্থান করার কারণে স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন