News71.com
 International
 29 May 16, 01:11 PM
 586           
 0
 29 May 16, 01:11 PM

পুলিশ সদস্যদের অভিনব প্রতিবাদ ।। ভারতে গণ ছুটিতে কর্নাটক রাজ্যের ৫০ হাজার পুলিশ....

পুলিশ সদস্যদের অভিনব প্রতিবাদ ।। ভারতে গণ ছুটিতে কর্নাটক রাজ্যের ৫০ হাজার পুলিশ....

আন্তর্জাতিক ডেস্কঃ মহাত্মা গান্ধীর দেখানো পথে অহিংস এক আন্দোলনের ঘোষণা দিল ভারতের কর্নাটক রাজ্যের পুলিশ। রাজ্যের সিনিয়র পুলিশ অফিসাররা যখন-তখন অপমান করেন তাদের। আর সেই কারণে এক সঙ্গে গণ ছুটিতে যাচ্ছেন রাজ্যের ৫০ হাজার পুলিশ সদস্য।

আন্তর্জাতিক সংবাদসংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, একসঙ্গে ৫০ হাজার সদস্য কাজ না করলে কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙ্গে পড়বে রাজ্য ব্যবস্থা। বিদ্রোহী পুলিশকর্মীদের তীব্র ক্ষোভ জমেছে কর্নাটক সরকারের বিরুদ্ধেও। এক 'বিদ্রোহী' পুলিশকর্মীর কথায়, 'শৃঙ্খলার নামে সিনিয়ররা দিনের পর দিন অপমান, হেনস্থা করছে। সামান্য বেতন।

কোনও দিনও ছুটি দিতে চায় না। এ ভাবে চাকরি করা যায়? আমরা আর পারছি না। ঘর-সংসার বলে কিছু নেই আমাদের! এই প্রথম ভারতের কোনো রাজ্যে এমন অভিনব কায়দায় প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছে পুলিশ সদস্যরা।

দেশটির গণমাধ্যম সূত্রে জানা যায়, এরই মধ্যে ৫০ হাজার পুলিশকর্মী ছুটির আবেদন করে দিয়েছেন। তারা আবেদন পত্রে ছুটির কারণ হিসেবে লিখেছে 'হ্যারেজমেন্ট ভ্যাকেশন' বা হেনস্থ ছুটি। তবে রাজ্য প্রশাসন প্রতি জেলার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে ছুটির আবেদন মঞ্জুর না করার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন