আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পরমাণু বিজ্ঞানের জনক ডক্টর আব্দুল কাদির খান এক অনুষ্ঠানে দাবি করেছেন, ‘পাকিস্তান পাঁচ মিনিটে রাওয়ালপিণ্ডির কাছে কাহুটা এলাকা থেকে দিল্লির ওপর হামলা চালাতে সক্ষম ছিল’।
আব্দুল কাদির খান এ মন্তব্য করেন পাকিস্তানের প্রথম পরমাণু পরীক্ষার বর্ষপূর্তির এক অনুষ্ঠানে। বিজ্ঞানী কাদির খানের নেতৃত্বেই ১৯৯৮ সালে পাকিস্তান প্রথম সফল পরমাণু পরীক্ষা পরিচালনা করেছিল ।
তিনি এই অনুষ্ঠানে জানান, পাকিস্তান ১৯৮৪ সালের মধ্যেই পরমাণু শক্তিধর রাষ্ট্রের তালিকায় স্থান পেয়ে যেত, যদি তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল জিয়া উল হক এই পদক্ষেপে গ্রহণে বাধা হয়ে না দাঁড়াতেন। পরমাণু বিজ্ঞানী জানান, জেনারেল জিয়া উল হক যিনি ১৯৭৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেছিলেন, তিনি মনে করেছিলেন পরমাণু পরীক্ষা হলে বিশ্বমঞ্চে একঘরে হয়ে যাবে পাকিস্তান।
২০০৪ সালে পরমাণু প্রযুক্তি পাচারের অভিযোগে অভিযুক্ত হন পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদির খান। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের আমলে তাঁকে মূলত গৃহবন্দি করে রাখা হয়। কিন্তু তাঁর প্রতি এই আচরণে ক্ষুব্ধ হন বিজ্ঞানী। তাঁর দাবি,‘তিনি না থাকলে পাকিস্তানের পক্ষে কখনই প্রথম মুসলিম রাষ্ট্র হিসেবে বিশ্বে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে জায়গা করে নেওয়া সম্ভব হত না। অথচ তাঁর সঙ্গেই সঠিক ব্যবহার করল না পাক সরকার । এটাই পরিতাপের বিষয় ।