News71.com
 International
 29 May 16, 02:16 PM
 577           
 0
 29 May 16, 02:16 PM

অবৈধ প্রবাসীদের বৈধতা দেয়ার দাবিতে ইইউর সাথে সংলাপ করেছে প্রবাসীদের সংগঠন আয়েবা।।

অবৈধ প্রবাসীদের বৈধতা দেয়ার দাবিতে ইইউর সাথে সংলাপ করেছে প্রবাসীদের সংগঠন আয়েবা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নে বসবাসরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়ায় নিয়ে আসতে ইইউর সাথে বৈঠক করেছে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের প্রধান সংগঠন আয়েবা। গতকাল ইউরোপিয়ান ইউনিয়নের হেড়কোয়ার্টার বেলজিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা আহমদ সামাদচৌধুরী জে পির নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল ফেরত পাঠানো প্রক্রিয়াধীন প্রবাসী বাংলাদেশিদের কি ভাবে ইউরোপে বৈধতা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা যায় এর বিভিন্ন যুক্তি ও দাবি নিয়ে ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিস বিভাগের প্রধান মারিয়া কাস্তিয় ফারনান্দেসের সাথে বৈঠক করেন। প্রতিনিধিদলে আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, কোষাধ্যক্ষ মুহিবুর রহমান মুহিব, সহসভাপতি ফখরুল আকম সেলিম, জিন্নুরাইন জায়গিরদার, সাংগঠনিক সম্পাদক নুরুল ওয়াহিদ ও বাংলাদেশ কো-অর্ডিনেটর তানভির সিদ্দিকি উপস্থিত ছিলেন।

গত ৫ এপ্রিল ইইউ প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় স্বরাষ্ট্র-পররাষ্ট্র ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রী এবং সচিবপর্যায়ে বৈঠক করে ইউরোপে বসবাসরত অবৈধ প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের সহযোগিতা চাইলে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রচার হয়। এতে করে ইউরোপে বসবাসরত প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শঙ্কা দেখা দেয়। ধরপাকড় আর গ্রেপ্তার আতঙ্কে শঙ্কিত হয়ে পড়ে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত অবৈধ প্রবাসী বাংলাদেশি।

এরপর, তাৎক্ষণিক ভাবে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের মাদার সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীদের আস্বস্ত করার লক্ষ্যে সতর্কতামূলক প্রচারণা চালায়। ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়ায় কি ভাবে নিয়ে আসা যায় দীর্ঘ ই-মেইল যোগাযোগের পর ইইউ আয়েবার সাথে সংলাপে একমত পোষণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন