আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মৌমাছির কামড়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এলেক্স বেস্টলার ও তার বন্ধু। উসারি মাউন্টেনপার্কেই চলছিলো তাদের মর্নিং ওয়াক। কিন্তু হঠাৎ করেই কিছু মৌমাছি তাকে আক্রমণ করে বসে।
প্রত্যক্ষদর্শী ও কর্তৃপক্ষ জানায়, মৌমাছিগুলো এক হাজার বারেরও বেশি বার এলেক্স বেস্টলারকে হুল ফোটায়। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করলেও ‘ক্ষুব্ধ’ মৌমাছির কারণে তারা সেটা পারেনি। উদ্ধারকারীরাও পেছনে সরে যেতে বাধ্য হয়। পরে কাউন্টি পুলিশ সার্জেন্ট এলেন রোমার একটি গাড়ি নিয়ে তার কাছে যেতে সম্ভব হয়। কিন্তু তখনও এলেক্সের পুরো শরীর মৌমাছিতে ঢাকা। তাকে মৌমাছিগুলো বারবার হুল ফুটিয়ে চলেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এলেক্সকে মৃত ঘোষণা করে। তবে তার বন্ধু সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।