আন্তর্জাতিক ডেস্ক: বিখ্যাত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নতুন করে তাঁর মেয়াদবৃদ্ধি হোক, তা চান না বর্তমান উপাচার্য অধ্যাপক ড. সুগত মারজিত । এই মর্মে আর্জি জানিয়ে আচার্যকে চিঠি দিয়েছেন তিনি । রাজভবন সূত্রে সংবাদ, তার সুপারিশকৃত চিঠি শিক্ষা দফতরকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সেন্টার ফর সোশাল স্টাডিজে, চেয়ার প্রফেসর পদে সুগত মারজিতের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ জুলাই। জানা গেছে, ‘যেহেতু তাঁকে কেন্দ্রীয় সংস্থার কাজে যোগ দিতে হবে, তাই চলতি মাসের মাঝামাঝি তিনি আচার্য কেশরীনাথ ত্রিপাঠীকে একটি চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন, তাঁর মেয়াদ যেন বাড়ানো না হয়।
এই অবস্থায় নতুন করে কাকে উপাচার্য করা হবে , তা নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে রাজ্য সরকার ।