News71.com
 International
 29 May 16, 06:28 PM
 541           
 0
 29 May 16, 06:28 PM

ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে প্রায় ৭০০ শরণার্থী

ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে প্রায় ৭০০ শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির দক্ষিণে ভূমধ্যসাগরে তিনটি জাহাজডুবির ঘটনায় ৭০০ এর বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে গত কয়েক দিনের মধ্যে । মৃত শরণার্থীর বেশিরভাগই অশান্ত লিবিয়া থেকে আশ্রয়ের খোঁজে ইউরোপে যাচ্ছিলেন । ইতালির নৌসেনাও জানিয়েছে, গত ২৭ মে একটি ডুবন্ত নৌকা থেকে ১৩৫ জনকে উদ্ধার করেছে তারা, সমুদ্র থেকে উদ্ধার করেছে ৪৫ জনের মৃত দেহ ।

পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের শরাণার্থী বিষয়ক হাই কমিশনার জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ভূমধ্যসাগরে পাচারকারীদের একটি নৌকাডুবি হয়। ওই নৌকায় চড়ে ৬৭০ জনের মত শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে ঢোকার চেষ্টা করছিলেন। নৌকাটিতে ছিল ইঞ্জিনবিহীন , আর একটি নৌকা দিয়ে সেটিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। এভাবে উত্তাল সমুদ্রে চলতে গিয়ে অল্প সময়ের মধ্যেই ডুবে যায় নৌকাটি। সব মিলিয়ে ১০৪ জনকে বাঁচানো গেলেও ৫৫০জনের এখনও কোনও হদিস মেলেনি । মাত্র ১৫ টি মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা গেছে ।

এছাড়া শুক্রবার ভূমধ্যসাগরে আরও একটি জাহাজডুবির ঘটনায় বহু মানুষের নিখোঁজ হবার খবর পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন