News71.com
 International
 29 May 16, 08:47 PM
 531           
 0
 29 May 16, 08:47 PM

অবিশ্বাস্য হলেও সত্য অস্ট্রেলিয়ার একটি শহর বাদুড়ের দখলে ।। শহরের জনসংখ্যা ১১ হাজার আর বাদুর ১ লক্ষের বেশী .....

অবিশ্বাস্য হলেও সত্য অস্ট্রেলিয়ার একটি শহর বাদুড়ের দখলে ।। শহরের জনসংখ্যা ১১ হাজার আর বাদুর ১ লক্ষের বেশী .....

আন্তর্জাতিক ডেস্ক: ঠিক যেন কাউন্ট ড্রাকুলার গল্পের ভ্যাম্পায়ার ।মানুষের সংখ্যা ১১ হাজারের সামান্য বেশি আর বাদুড়ের সংখ্যা প্রায় ১ লক্ষ। তাদের ডানা ঝাপটানির চোটে মানুষ আক্ষরিক অর্থেই অতিষ্ঠ হয়ে উঠছে । বাড়ির জানলা খোলা যাচ্ছে না, পড়ায় মন দেওয়া যাচ্ছে না, বাইরে যাওয়াও প্রায় বন্ধ হওয়ার উপক্রম। নিজেদের বাড়িতেই মূলত বন্দি হয়ে থাকতে হচ্ছে তাঁদের। ‘সংখ্যালঘু’ হয়ে পড়া মানুষরা এই বাদুড়ের থেকে প্রতিকার চাইছেন ।

বাদুড়ের এমন দাপট অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলস প্রদেশের বেটম্যানস বে শহরে। ছোট্ট এই শহরের প্রতিটি গাছ, এমনকী বাড়িঘরেও বাসা বেঁধেছে বাদুড় পরিবার। ফলে চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। প্রশাসন বাধ্য হয়ে ‘জরুরি অবস্থা’ জারি করেছে ওই শহরে। বাদুড় তাড়ানোর উপায় খোঁজা হচ্ছে। অস্ট্রেলিয়ার আইন অনুসারে বাদুড় বিপন্ন প্রাণী। তাই তাদের মারা যাবে না। একমাত্র তাড়িয়ে দেওয়াই মোক্ষম উপায়। তাই গাছ কেটে বা শহরজুড়ে ধোঁয়া ছড়িয়ে বাদুড় তাড়ানোর চেষ্টা চলছে ।

পশুপ্রেমী সংগঠনগুলি অবশ্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, কোনও কারণে ওই শহরে বাদুড়ের দল বাসা বেঁধেছে। তারা কিছুদিন পরেই অন্যত্র সরে পড়বে। তবে স্থানীয় মানুষের ধৈর্য দিন দিন কমে আসছে । তাঁরা অবিলম্বে শহর কর্তৃপক্ষকে বাদুড় তাড়ানোর দাবি জানিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন