আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি শাসকদের বাধার মুখে পবিত্র হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত বাতিল করতে বাধ্য হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রী আলী জান্নাতি বলেছেন চলতি বছর ইরানি নাগরিকদের হজ পালন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
তিনি আরও বলেছেন, সৌদি আরবে ২ দফা আলোচনার সময় সে দেশের কর্মকর্তাদের কাছ থেকে যে আচরণ পেয়েছেন এবং সৌদি শাসকরা এ পর্যন্ত যে বাধা সৃষ্টি করে রেখেছেন তার কারণে দুঃখজনকভাবে এ বছর ইরানের নাগরিকরা হজে যেতে পারবেন না।
আলী জান্নাতি জানান, ইরানি প্রতিনিধিদল সৌদি আরব সফরের সময় ইরানের হজযাত্রীর নিরাপত্তা নিয়ে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। গত বছর মিনায় সংঘটিত ভয়াবহ ট্রাজেডির কারণে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু সৌদি শাসকরা তারপরও নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিতে অস্বীকার করেছেন। ফলে ইরান এ বছর হজযাত্রী পাঠাতে পারছে না । ইরানের মন্ত্রী বলেন আমার বিশ্লেষণ হচ্ছে- ইচ্ছা করেই সৌদি সরকার ইরানি নাগরিকদের হজে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। সে কারণে আমাদের অবস্থান পরিষ্কার করা দরকার ছিল।