News71.com
 International
 29 May 16, 09:10 PM
 507           
 0
 29 May 16, 09:10 PM

আইএসের শক্ত ঘাঁটি কারমা'র দখলে নিলো ইরাকি সৈন্যরা...

আইএসের শক্ত ঘাঁটি কারমা'র দখলে নিলো ইরাকি সৈন্যরা...

আন্তর্জাতিক ডেস্কঃ ফাল্লুজা’য় আইএসের প্রথম রক্ষণক্ষেত্র কারমা শহর দখলে নিয়েছে ইরাকি সৈন্যরা। গত দুইদিন ধরে ফাল্লুজা দখলের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তায় হামলা চালিয়ে আসছে ইরাকের সরকারি বাহিনী ও যুক্তরাষ্ট্রের সহায়তা পুষ্ট বাহিনী।

আইএসের রক্ষণভাগের প্রথম অংশ ছিল কারমা শহরের নিকটে। সেটি সরকারি বাহিনীর দখলে আসার পর এলিট ফোর্সের আরো বেশ কিছু সদস্যকে বাগদাদের ৪৫ কিলোমিটার পশ্চিম অঞ্চলে নিয়ে আসা হয়েছে। কিন্তু উত্তর ফাল্লুজায় আইএস আত্মঘাতী গাড়ি বোমা হামলা করলে বেশ কিছু ইরাকি বাহিনীর সদস্য গুরুতর আহত হয়।

কারমার সংবাদসংস্থা সূত্রে জানা যায়, আইএসের হামলার জবাবে শহরটির দক্ষিণাঞ্চল থেকে হেলিকপ্টারে করে হামলা চালানো হয়।

উল্লেখ্য, ফাল্লুজাতে থাকা আইএস কমান্ডার মেহের আল-বিলওয়াইকে মার্কিন বিমান হামলার মাধ্যমে হত্যার পর ফালুজ্জা দখলের জন্য হামলার প্রস্তুতি শুরু করে ইরাক সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন