আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ এবং ওই সাংবাদিকদের সহকর্মীদের বরাত দিয়ে আজ এ সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
দেশটির প্রেসক্লাবের এক বিবৃতিতে বলা হয়, গতকাল অ্যালেক্স বালকোবা নামের ওই সাংবাদিক তার পরিবারের মালিকানাধীন একটি ঘড়ির দোকানের সামনে গুলিবিদ্ধ হন। দুই বন্দুকধারী মোটরসাইকেলে করে এসে অ্যালেক্সকে গুলি করে পালিয়ে যায়। এরপর অন্য সাংবাদিকরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, বিষয়টি তদন্তাধীন। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলেন নি তারা।
প্রেসক্লাবের প্রেসিডেন্ট পল গাটিরেজ বলেন, ২০১০ থেকে এ পর্যন্ত ফিলিপাইনে প্রায় ৩০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তবে কোনো হত্যাকারীই এখনও বিচারের সম্মুখীন হননি।