News71.com
 International
 30 May 16, 11:14 AM
 519           
 0
 30 May 16, 11:14 AM

আফ্রিকার মালিতে হামলায় ৫ শান্তিরক্ষী মিশনের সদস্য নিহত, আহত ১।।

আফ্রিকার মালিতে হামলায় ৫ শান্তিরক্ষী মিশনের সদস্য নিহত, আহত ১।।

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত ৫ সদস্য নিহত হয়েছেন। দেশটির মপতি অঞ্চলের সেভার শহরের কাছে স্থানীয় সময় গতকাল সকাল ১০ টার দিকে অতর্কিত হামলায় তারা নিহত হন। এ সময় আহত হয় আরও ১ সদস্য।

তবে নিহত শান্তিরক্ষীদের জাতীয়তা এখন পর্যন্ত জানাতে পারেনি জাতিসংঘ। ২০১৩ সালে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (মিনুসমা) শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত ৪০ জনের বেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। সেখানে ১১ হাজার শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন