আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে জঙ্গি গোষ্ঠী আইএসের আত্মঘাতী হামলায় ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২২ জন। গতকাল রোববার বাগদাদ শহরের উত্তর-পূর্বাঞ্চলের একটি ক্যাফেতে ওই হামলা চালানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের এক খবরে এ তথ্য প্রকাশিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই ক্যাফেতে মূলত তরুণরাই ভিড় জমাতো। তাদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার একটি হাসপাতালের কর্মকর্তারা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিরা। আইএসের এক বিবৃতিতে বলা হয়েছে, আবু ইফান আল মোসলাউয়ির আত্মত্যাগ আল্লাহ গ্রহণ করেছেন। সে তার সঙ্গে থাকা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হামলা চালাতে সক্ষম হয়েছেন। তাদের ওই বিবৃতিতে হতাহতের সংখ্যা ৩০ বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের ১৩ তারিখে বালাদ শহরের একটি ক্যাফেতে আত্মঘাতী হামলা চালিয়ে ১৬ জনকে হত্যা করেছিল জঙ্গিরা।