নয়াদিল্লি সংবাদদাতা : সরকারিভাবে কোনও মন্তব্য করেনি দিল্লি। আমলারা জানিয়ে দিয়েছেন, পাক পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানের মন্তব্য জবাব দেওয়ার মত নয়। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা পরিষ্কার জানাচ্ছেন. পাকিস্তান যদি এ দেশে পরমাণু হামলা চালানোর হিম্মত দেখায়, তবে তাদের কোমর বরাবরের মত ভেঙে দেওয়ার ক্ষমতা ভারতের আছে। দিল্লি চাইলে পাকিস্তানের ওপর এমন হামলা চালাতে পারে, যা মাটিতে মিশিয়ে দেবে কাদির খানের দেশ পাকিস্তানকে।
ভারতের প্রতিরক্ষা ও পরমানু বিশেষজ্ঞরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন পাকিস্তান চাইলে ৫ মিনিটের মধ্যে দিল্লিতে পরমাণু হামলা চালাতে পারে বলে আবদুল কাদির খান যে মন্তব্য করেছেন, তা একেবারেই অপরিণত ও বাড়িয়ে বলা, ফাঁপা আওয়াজ ছাড়া কিছু নয়। প্রথমত, যদি পাক সেনা প্রধান কাল এ দেশে পরমাণু হামলা চালানোর নির্দেশও দেন, তাহলেও এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে পরমাণু অস্ত্র নিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পাঁচ মিনিট নয়, কম সে কম ছ’ঘণ্টা সময় লাগবে পাকিস্তান কর্তৃপক্ষের ।
তা ছাড়াও পারমাণবিক অস্ত্র বহণকারী ক্ষেপণাস্ত্র ইচ্ছেমত ব্যবহারের জন্য নয়, অপরপক্ষ যাতে পরমাণু অস্ত্র ব্যবহার না করে তার প্রতিবন্ধক মাত্র। পৃথিবীর কোথাও পরমাণু ভাণ্ডারকে যুদ্ধাস্ত্র হিসেবে দেখা হয় না। পাকিস্তানের হাতে পরমাণু বোমা থাকলেও সার্বিকভাবে ভারতের পারমানবিক ক্ষমতা এতটাই বেশি, যে, চাইলে পাকিস্তানকে পৃথিবীর ম্যাপ থেকেই নিশ্চিহ্ন করে দিতে পারে তারা।
পরমাণু সরবরাহ গোষ্ঠী বা এনএসজি-র ৪৮ সদস্যের এলিট গোষ্ঠীতে প্রবেশের জন্য ভারতের দাবি রুখতে সবরকম চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। নিজেদের নির্ভরযোগ্য পরিবর্ত হিসেবে তুলে ধরারও চেষ্টা করছে। সে সময় যে পরমাণু বিজ্ঞানীর হাত ধরে তারা পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশের তালিকায় ঢুকেছে, তাঁরই এমন মন্তব্য এনএসজি-তে ঢোকার জন্য ইসলামাবাদের প্রচেষ্টায় ঠান্ডা জল ছড়িয়ে দিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাঁদের কথায়, পাকিস্তানের পরমানু অস্ত্রের জনক কাদের খানের এ ধরনের মন্তব্য পরমাণু অস্ত্রের মত মারণাস্ত্র পাকিস্তানের মত অনির্ভরযোগ্য, অপরিণত দেশের হাতে থাকা কতটা বিপজ্জনক তারই ইঙ্গিত দিচ্ছে।