আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এক্সপো-২০১৬। এ মেলায় বাংলাদেশের ৫৫টি রফতানিকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। থাইল্যান্ডে এটাই প্রথম বাংলাদেশের সিঙ্গেল কান্ট্রি ফেয়ার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী মিসেস এপিরাদি টানট্রাপর্ন যৌথভাবে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বেধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংযোগ বৃদ্ধি বিষয়ে হাই লেভেল প্যানেল ডিসকারশন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে বাংলাদেশ ও থাইল্যান্ডের ফ্যাশন ডিজাইনারগন বাংলাদেশের তৈরী পোশাকের বৈচিত্র তুলে ধরবেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং থাইল্যান্ডের পর্যটন ও ক্রিড়ামন্ত্রী মিসেস কোবকার্ন ওয়াটানব্রাংকুল এতে বক্তব্য রাখবেন। মেলার দ্বিতীয়দিনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স। এসময় বিভিন্ন বিষয়ের উপর বাংলাদেশ এবং থাইল্যান্ডের সংশ্লিষ্ট বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ বক্তব্য রাখবেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং থাইল্যান্ডের শিল্প মন্ত্রনালয়ের ভাইস মিনিস্টার পর্ণচাই টারকুলওয়ারানন্ট, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এতে বক্তব্য রাখেবেন।
বি টু বি প্যানেল ডিসকার্সনসে বাংলাদেশের ফার্মাসিটিকেল, তৈরী পোশাক থাইল্যান্ডে রফতানি এবং এনার্জি সেক্টরের থাই বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। এছাড়া পাট, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, শিপবিল্ডিং এবং টেলি কমিউনিকেশন বিষয়ে বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। প্যানেল ডিসকারশনের তৃতীয় পর্বে সিল্ক, হস্ত-তুলা শিল্প, পর্যটন, কৃষিপণ্য, হিমায়িত মাছ, অর্গানিক চা এবং ফার্নিচার রফতানি নিয়ে আলোচনা হবে। প্রতিদিন এক্সপো দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ১ জুন এ এক্সপো শেষ হবে।