News71.com
 International
 30 May 16, 02:34 PM
 574           
 0
 30 May 16, 02:34 PM

আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পে ৫৮০ কোটি রুপি মঞ্জুর।।

আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পে ৫৮০ কোটি রুপি মঞ্জুর।।

নিউজ ডেস্কঃ আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের জন্য ৫৮০কোটি রুপি মঞ্জুর করেছে ভারত সরকার। সেই সঙ্গে প্রকল্প রূপায়নের সময় সীমাও বেঁধে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরপূর্বের শিলং শহরে আয়োজিত এনইসি’র বৈঠকের পর আগরতলা-আখাউড়া রেলওয়ে প্রকল্পের জন্য অর্থের মঞ্চুরি দিয়েছে ভারত সরকার।

ভারত সরকারের ডোনার মন্ত্রকের সচিব নবীন ভার্মা চিঠি দিয়ে অর্থ মঞ্জুরির কথা জানিয়েছেন। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫৮০কোটি রুপি। পুরো টাকাই মঞ্জুর করা হয়েছে । প্রথম পর্যায়ে ১২০ কোটি রুপি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জমি অধিগ্রহণের রুপিও। কাজ শুরুর ৩ বছরের মধ্যে প্রকল্প সম্পূর্ণ করার সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। ভারত সরকার চিঠিতে এটাও আশা ব্যক্ত করেছে যে, আগরতলা-আখাউড়া রেল প্রকল্প চালু হলে দেশের উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক প্রসার ঘটবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন