News71.com
 International
 30 May 16, 04:01 PM
 515           
 0
 30 May 16, 04:01 PM

শিশু ছেলেকে জঙ্গলে একা রেখে চলে এলেন বাবা-মা!

শিশু ছেলেকে জঙ্গলে একা রেখে চলে এলেন বাবা-মা!

আন্তর্জাতিক ডেস্ক: পাহাড়ি জঙ্গলে একা রেখে সাত বছর বয়সি একটি ছেলেকে শাস্তি দিলেন মা-বাবা। ঘটনাটি ঘটেছে জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইদো এলাকাতে।

সূত্র মতে, শিশুটিকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না। তার মা-বাবা প্রথমে পুলিশকে জানিয়েছিলেন, তাঁরা সবজি আনতে গিয়ে তাঁদের ছেলে হারিয়ে ফেলেছেন। পরে অবশ্য ওই দম্পতি স্বীকার করেছেন, তাঁরা পাঁচ মিনিটের জন্য শাস্তি হিসেবে ছেলেকে বনের ভেতর ফেলে আসেন। এর পর ফিরে এসে দেখেন, তাদের ছেলে সেখানে নেই।

জাপানের জরুরি সেবা বিভাগের শত শত কর্মী তন্নতন্ন করে ছেলেটির সন্ধান করছেন। হারানো ছেলেটির বাবা জানিয়েছেন, ‘প্রথমে তিনি আসল ঘটনা বলতে সাহস পান নি’।

জাপানের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ছেলেকে রেখে ৫০০ মিটার দূরে চলে গিয়েছিলেন তার মা-বাবা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন