আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছেন পুলিশ । খিদিরপুরের ১০ নম্বর মনসাতলা রোডের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা বোমা, ৩০০ গ্রাম বোমা তৈরির মশলা, রিমোট কন্ট্রোল, মোবাইল চিপ ও মোবাইল সার্কিট । ফলে কারখানায় আইইডি তৈরির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পুলিশ ।
মাস দেড়েক আগে বাড়িটি ভাড়া নেওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে ভোর রাতে ডিসি বন্দরের নেতৃত্বে খিদিরপুরের বাড়িতে অভিযান চালায় ওয়াটগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার করা হয় সমীর হোসেন ওরফে সনি নামে এক বোমাবাজকে। বিস্ফোরক আইনে মামলা রুজু করেছেন পুলি্শ ।
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ি মালিককে। সিল করে দেওয়া হয়েছে বাড়িটি। এলাকায় পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।