News71.com
 International
 30 May 16, 07:39 PM
 578           
 0
 30 May 16, 07:39 PM

সৌদি বাধায় পবিত্র হজ পালন করতে পারছেননা ইসলামি প্রজাতন্ত্র ইরানের ধর্মপ্রাণ মুসল্লীরা....

সৌদি বাধায় পবিত্র হজ পালন করতে পারছেননা ইসলামি প্রজাতন্ত্র ইরানের ধর্মপ্রাণ মুসল্লীরা....

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবারের মত এবার ইরানের নাগরিকরা হজে যেতে পারছেন না। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ সৌদি সরকারের বাধার কারণে ইরানিরা এবার হজ করতে পারছেন না। হজের মত পবিত্র বিষয় নিয়ে সৌদি সরকার রাজনীতি করছেন বলেও অভিযোগ তাদের। অন্যদিকে, সৌদি সরকারের পাল্টা অভিযোগ সমস্যা সমাধানের বিকল্প বিভিন্ন উপায় তুলে ধরা হলেও কোনটিই গ্রহণ করেন নি ইরান সরকার।

উল্লেখ্য গত বছর পবিত্র হজ পালন করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে বহু মানুষ নিহত হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, মৃতের সংখ্যা ৭৭০ তবে ইরানের দাবি অন্তত ৪ হাজার ৭শ' মানুষ মারা গেছে, যাদের মধ্যে ৪৬০ জন ইরানের নাগরিক ছিল।

গত বছরের ঐ ঘটনার জন্য সৌদি কর্মকর্তারা ইরানি হজযাত্রীদের নির্দেশনা না মেনে চলাকে দায়ী করেন। এরপর থেকে ইরান ও সৌদি আরবের সম্পর্কে নতুন করে টানাপড়েন শুরু হয় ।

এরই মধ্যে এ বছরের শুরুতে সৌদি সরকার নেতৃস্থানীয় শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করলে উত্তেজনা চরম পর্যায়ে পৌছে । ইরানের শিয়ারা তেহরানে সৌদি দূতাবাসে আগুন ধরিয়ে দেয়। সৌদি সরকার এর জবাবে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

তবে সম্পর্কের টানাপড়েন উপেক্ষা করেই দু'দফা বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি দেশ দুটি । আর এজন্য একে অন্যকে পাল্টাপাল্টি দোষারোপ করছেন। ইরানের অভিযোগ ইরানিদের ভিসা, স্বাস্থ্য, পরিবহন ও নিরাপত্তার বিষয়ে তাদের দেয়া শর্ত মানে নি সৌদি সরকার ।

ইরানের হজ মন্ত্রণালয় জানায়, তাদের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কাউকে হজে পাঠানো হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন