News71.com
 International
 30 May 16, 08:12 PM
 561           
 0
 30 May 16, 08:12 PM

পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ .....

পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ .....

আন্তর্জাতিক ডেস্ক: ভোট মিটলেও পশ্চিমবঙ্গের অশান্তি মেটেনি। শহর থেকে জেলা রাজ্যে সংঘর্ষের বিরাম নেই। দুর্গাপুরে পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূল সংঘর্ষ! সংঘর্ষে আহত দু’পক্ষের ১২ জন। অশান্তি বেহালা ও উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতেও।

পানীয় জল নিয়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষে দুর্গাপুরে আহত ১২ জন। সোমবার সকালে দুর্গাপুরের রেলগেট কালীমন্দির এলাকায় পানীয় জল নেওয়ার জন্য লাইন ধরেন স্থানীয় মহিলারা। স্থানীয় সিপিএম সমর্থক এক পরিবারের মহিলাদের অভিযোগ, তৃণমূল সমর্থক এক পরিবারের মহিলারা তাঁদের জল নিতে বাধা দেন। শুরু হয় কথা কাটাকাটি । এর পরিণতি দুই পরিবারের সংঘর্ষ। এ ঘটনায় একে অপরের ঘাড়ে দোষ চাপিয়েছেন সিপিএম ও তৃণমূল।

অন্যদিকে, বেহালার চড়কতলায় সিপিএমের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ ছাই হয়ে গেছে পার্টি অফিসটি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল।

আবার উত্তর ২৪ পরগনা দেগঙ্গার রামনগরে বোমাবাজিতে আহত দুই। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকেই। আর এ ঘটনায় চারজন তৃণমূল সমর্থককে আটক করেছেন পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন