News71.com
 International
 31 May 16, 01:39 AM
 527           
 0
 31 May 16, 01:39 AM

অস্ত্রোপচারের আগে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে পাক প্রধানমন্ত্রী নেওয়াজের ফোন...

অস্ত্রোপচারের আগে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে পাক প্রধানমন্ত্রী নেওয়াজের ফোন...

আন্তর্জাতিক ডেস্ক: ওপেন হার্ট সার্জারির আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী । ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যুইটারে এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, অস্ত্রোপচারের জন্য তৈরি হওয়ার আগে মোদীকে ফোন করেন শরিফ।

আজ মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে পাক প্রধানমন্ত্রীর অস্ত্রোপচারের কথা রয়েছে। উল্লেখ্য গত কয়েকদিন আগে শরিফের কন্যা মরিয়ম ট্যুইট করে এই অস্ত্রোপচারের খবর দিয়েছিলেন। এরপরেই পাক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। মনে করা হচ্ছে, সেই কারণেই তাঁকে ফোন করলেন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন