News71.com
 International
 31 May 16, 12:10 PM
 550           
 0
 31 May 16, 12:10 PM

ইউরো কাপে জঙ্গি সংগঠন আইএস’র হামলার পরিকল্পনা ফাঁস ...

ইউরো কাপে জঙ্গি সংগঠন আইএস’র হামলার পরিকল্পনা ফাঁস ...

আন্তরজাতিক ডেস্কঃ আসন্ন ইউরো কাপের ইংল্যান্ড বনাম রাশিয়ার ম্যাচে মাঠে জড়ো হওয়া সমর্থকদের উপর হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে শীর্ষ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ম্যাচটি আগামী মাসের ১১ জুন অনুষ্ঠিত হবে। প্যারিস হামলা সন্দেহে আটক সালাহ আবদেসলামের জব্দ ল্যাপটপ থেকে এই তথ্য পাওয়া যায় বলে জানা গেছে।

তবে হামলার পরিকল্পনায় ‘সম্ভবত’ ড্রোন হামলা চালাবে আইএস। এসময় রাসায়নিক অস্ত্রসহ আত্মঘাতী হামলার পরিকল্পনাও আছে। আত্মঘাতী হামলার সময় একে-৪৭ দিয়ে গণহামলা চালানো হবে। সালাহ আবদে সলাম ছাড়াও অন্য কোনো আইএস গ্রুপ হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে একটি বেলজিয়াম নিরাপত্তা কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন