News71.com
 International
 31 May 16, 12:18 PM
 583           
 0
 31 May 16, 12:18 PM

ভারতে সেনাঅস্ত্রাগারে ভয়াবহ আগুন, নিহত ১৭.....

ভারতে সেনাঅস্ত্রাগারে ভয়াবহ আগুন, নিহত ১৭.....

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রের পুলগাঁওতে সেনাঅস্ত্রগারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ জন নিহত হয়েছেন। সেনাবাহিনী সূত্রের খবর অনুযায়ী, নিহতদের মধ্যে ২ জন সেনা কর্মকর্তা এবং ১৫ জওয়ান রয়েছেন বলে জানা গেছে। দগ্ধ হয়েছেন অন্ততপক্ষে ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতকাল সোমবার গভীর রাতে নাগপুর শহর থেকে ১১০ কিলোমিটার দূরে পুলগাঁও শহরে অবস্থিত কেন্দ্রীয় সেনা অস্ত্রাগারের গুদাম ঘরে একাধিক বিস্ফোরণ হয়। এরপরই দাহ্যপদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অস্ত্রাগারের পাশে থাকা পাশের গ্রামগুলি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর দুই কর্মকর্তা রয়েছেন। এরা হলেন লে. কর্ণেল আর.এস.পাওয়ার এবং মেজর কে. মনোজ। আহত ২৫ জনকে স্থানীয় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন