আন্তর্জাতিক ডেস্কঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’। ৩১শে মে এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা গুলো হলঃ • ১৭৯০ - মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়। • ১৮৮৯ - প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন। • ১৯০২ - বোয়ের যুদ্ধের অবসান হয়। • ১৯৩২ - জাপানের প্রধানমন্ত্রী কি ইনুকাই নিহত হন। • ১৯৩৫ - কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু। • ১৯৪১ - জার্মানিতে গোথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়। • ১৯৬১ - দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়। জন্ম • ১৮১৯ - মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যান। জন্ম • ১৯১৫ – অস্টেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট। জন্ম • ১৯৬৫ - আমেরিকান অভিনেত্রী ও মডেল ব্রোক শিল্ড। জন্ম