News71.com
 International
 31 May 16, 08:33 PM
 620           
 0
 31 May 16, 08:33 PM

অ্যাডমিরাল সুনীল লানবা ভারতের নতুন নৌবাহিনী প্রধান নিযুক্ত .....

অ্যাডমিরাল সুনীল লানবা ভারতের নতুন নৌবাহিনী প্রধান নিযুক্ত .....

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান নিযুক্ত হলেন অ্যাডমিরাল সুনীল লানবা। সদ্য অবসর নেওয়া অ্যাডমিরাল আর কে ধোয়ানের স্থানাভিষিক্ত হবেন তিনি। অ্যাডমিরাল লানবা জানিয়েছেন, তাঁর প্রধান লক্ষ্য, দেশের সামুদ্রিক এলাকা নিরাপদ ও সুরক্ষিত রাখা। ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের প্রাক্তন ছাত্র লানবা ভারতীয় নৌবাহিনীর ২১তম নৌপ্রধান।ভারতীয় নৌবাহিনীর প্রথম দুজন ছিলেন ব্রিটিশ নাগরিক। ৩০ বছরেরও বেশি দীর্ঘ কেরিয়ারে নেভিগেটিং অফিসার হিসেবে আইএনএস সিন্ধুদুর্গ ও আইএনএস দুনাগিরি যুদ্ধজাহাজে কাজ করেছেন তিনি।

এছাড়াও তিনি নেতৃত্ব দিয়েছেন আইএনএস কাঁকিনাড়া, আইএনএস রণবিজয়, আইএনএস হিমগিরি ও আইএনএস মুম্বইয়ের মত প্রথমসারির যুদ্ধজাহাজে। তাঁর কাজের স্বীকৃতি হিসেবে সরকার তাকে পরম বিশিষ্ট সেবা মেডেল ও অতি বিশিষ্ট সেবা মেডেলে ভূষিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন