আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরাক থেকে তুরস্কের সেনা প্রত্যাহার করা উচিত। তিনি সুস্পষ্ট করে বলেছেন, একটি স্বাধীন দেশে বিনা অনুমতিতে তুর্কি সেনা মোতায়েন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ল্যাভরভ বলেন, ইরাকের সার্বভৌমত্ব জোরদার করার নামে দেশটিতে মোতায়েন তুর্কি সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা। গত ডিসেম্বর মাসে তুরস্ক সরকার ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে কমপক্ষে দেড়শ সেনা মোতায়েন করে। তাদের সঙ্গে ২০ থেকে ২৫টি ট্যাংক রয়েছে।
আংকারা দাবি করছে, ইরাকের কুর্দি গেরিলাদেরকে প্রশিক্ষণ দিয়ে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের উপযোগী করে তোলার জন্য এসব সেনা পাঠানো হয়েছে। কিন্তু বাগদাদ শুরু থেকেই বলে আসছে বিনা অনুমতিতে কোনো দেশের সেনা মোতায়েন ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের সুস্পষ্ট নিদর্শন। ইরাকের এমন অবস্থানের পরও দেশটিতে তুর্কি সেনা রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন ল্যাভরভ। তিনি জানান, ইরাকের সরকার ও কুর্দি পেশমার্গা বাহিনীকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করছে মস্কো।