আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র একজন কেন্দ্রীয় নেতা বলেছেন, বাংলাদেশে হিন্দুদের মনোবলে যে ‘চিড়’ ধরেছে তা থেকে হিন্দুদের ফিরিয়ে আনতে হবে । বর্তমানে বাংলাদেশ সফররত বিজেপির একটি প্রতিনিধি দলের সদস্য অরুন হালদার বলেছেন, বাংলাদেশের বহু হিন্দু তাদের বলেছেন, যে দেশটিতে তারা নিরাপদ বোধ করছে না ।
তিনি বলেন দেশে ফিরে বাংলাদেশের হিন্দুদের এই মনোভাব তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তুলে ধরবেন । বাংলাদেশের মাদারীপুর জেলায় একটি সংগঠনের আমন্ত্রনে ‘আন্তর্জাতিক সনাতন ধর্ম সম্মেলনে’ যোগ দিতে এই প্রতিনিধি দলটি গত কয়েকদিন আগে বাংলাদেশে আসেন ।
যে তিনজন রাজনীতিবিদ এই দলে রয়েছেন তাদের একজন হচ্ছেন বিজেপির’র ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য অরুণ হালদার। বাকি দু’জনের একজন হচ্ছেন বিজেপি’র সমমনা রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার সভাপতি সাংসদ রামদাস আতোয়াল এবং অন্যজন পশ্চিমবঙ্গ বিজেপি’র নেতা সুরেশ পুজারী ।
বাংলাদেশের সরকারী সূত্রগুলো বলছে, ভারতীয় এই দলটির সফর সরকারী পর্যায়ের কোন সফর নয়। তারপরেও তারা যে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সে বিষয়ে সরকার অবহিত আছেন । দলটি মাদারীপুর ছাড়াও ঝালকাঠি, পটুয়াখালি এবং চট্টগ্রাম সফর করেছেন ।