News71.com
 International
 01 Jun 16, 10:51 AM
 624           
 0
 01 Jun 16, 10:51 AM

ডাক যোগে পবিত্র গঙ্গাজল ঘরে ঘরে পৌঁছে দেবে ভারত সরকার।।

ডাক যোগে পবিত্র গঙ্গাজল ঘরে ঘরে পৌঁছে দেবে ভারত সরকার।।

আন্তর্জাতিক ডেস্কঃ নরেন্দ্র মোদির বিজেপি সরকার একটি অভিনব উদ্যোগ নিয়েছে । সরকারের সবুজ সংকেত পেয়ে সপ্রতি ভারতের ডাক বিভাগ 'পবিত্র গঙ্গাজল এবং প্রসাদ সেবা' চালু করছে। চাইলে এখন থেকে গঙ্গা নদীর জল সরকারি ডাক যোগে কেনা যাবে। ভারতের যে কোনো জায়গায় ঘরে পৌঁছে যাবে গঙ্গা নদীর জল।

ডাক যোগাযোগ মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেছেন, গঙ্গা নদীর সবচেয়ে পবিত্র জায়গাগুলো থেকে এই জল সংগ্রহ করা হবে। গঙ্গা নদী হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। পূজা অর্চনায় গঙ্গাজল ব্যবহার করা হয়। শুধু গঙ্গাজলই নয়, সারাদেশের বিখ্যাত মন্দিরগুলোর পূজার প্রসাদও এখন থেকে ডাকযোগে কেনা যাবে। ক্ষমতায় আসার পর থেকে বিজেপির সরকার নানাভাবে সমাজে হিন্দু সংস্কৃতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ডাক বিভাগের গঙ্গাজল এবং প্রসাদ সেবা চালুকে তার একটি অংশ হিসাবে ব্যাখ্যা করছেন অনেকে।

তবে অনেকে আবার বলছেন, এই উদ্যোগের পেছনে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রুগ্ন ডাক বিভাগকে চাঙ্গা করার একটি পরিকল্পনা থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন