আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে ফেব্রুয়ারি ও এপ্রিলের মধ্যে জাতীয় বেকারত্বের হার রেকর্ড ছুঁয়েছে। দেশে ১১ দশমিক ২ শতাংশ মানুষ এখন বেকার রয়েছে। সরকারি পরিসংখ্যান অফিস ব্রাজিলিয়ান ইনস্টিটিউট অব জিওগ্রাফি এন্ড স্ট্যাটিসটিকস (আইবিজিই) মঙ্গলবার জানায়, দেশের মোট এক কোটি ১৪ লাখ লোক বেকার । তবে বছরের শুরুতে এ সংখ্যা ছিল ৮০ লাখ ২০ হাজার।
ব্রাজিলে গত কয়েক দশক ধরে ব্যাপক অর্থনৈতিক মন্দা চলার পরিপ্রেক্ষিতে বেকারত্বের এ সংখ্যা প্রকাশিত হল। বিশ্বব্যাপী ভোগ্যপণ্যের দাম কমে যাওয়ায় তেল, কৃষি পণ্য ও কাঁচামালের একটি বড় রপ্তানিকারক দেশ ব্রাজিলের অর্থনীতিতে প্রভাব পড়েছে। এছাড়া রাজনৈতিক সংকটে দেশের সরকারেও অচলাবস্থা বিরাজ করছে। প্রেসিডেন্ট দিলমা রুসেফকে অভিশংসন বিচারের মুখোমুখি করে বরখাস্ত করা হয়েছে এবং তার স্থলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিচেল তিমার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন।